বৃহস্পতিবার, নভেম্বর ২১

আল ইমরান সিদ্দিকী অনূদিত : ওয়েন্ডি চেন-এর দুটি কবিতা

0

photo_Chen_Wendyওয়েন্ডি চেন যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের কবিদের অন্যতম। তিনি Academy of American Poets-এর Most Promising Young Poet Prize লাভ করেন। ক্রেজি হর্স, র‌্যাটল, আমেরিকান পোয়েটস্ এবং অ্যা পাবলিক স্পেসসহ বিভিন্ন খ্যাতনামা পত্রিকায় তার কবিতা বহুবার প্রকাশিত হয়েছে। তিনি প্রতিনিয়ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানে কবিতাপাঠ ও কবিতা বিষয়ক আলোচনার জন্য আমন্ত্রণও পেয়ে থাকেন। ’আনআর্থিংস(২০১৮)’ তার প্রকাশিত একমাত্র কবিতার বই।

.


বলে লাভ নেই


এখানে আমার জন্ম
একটি ছোট্ট লাল বাড়িতে
কানেকটিকাট নদীর ওপর।

বসন্ত আমাদের পায়ের ছাপকে
পানিতে বদলে দেবে
এবং পানিকে বদলে দেবে
নিউ ইংল্যান্ডের কাদায়,
এটা জেনে শীতকালে আমরা এর
উন্মুক্ত নীল বরফ ধরে হাঁটবো

না। আমি আমেরিকান নই।
বলতে পারো, আমার কোনো দেশ নেই
আমি প্রাচ্য থেকে এসেছি ।

আমার শরীর মৌরির মতো গন্ধ ছড়ায়।


আচার-অনুষ্ঠান


আমি তার চুল কেটে দেয়ার সময় দাদীমা ভাবছিলেন
আমি তার মৃত্যুতে চোখের পানি ফেলবো কিনা।

টেলিভিশনে, আঁতুরঘরের সাদা চাদরের পাশে
জড়ো হওয়া ক্রন্দনরত মেয়েদের
বেসুরো কোরাস

উনি পরকালে বিশ্বাস করেন না
দাফন-কাফনের নিয়মগুলি শুধু মানেন।

মায়ের ধারণা আমরা আবার জন্মাবো
তিনি গোরস্থানে শেষকৃত্য অনুষ্ঠানে সময় নষ্ট করতে রাজী না।
তিনি বলেন আমাদের আবার দেখা হবে।

কিন্তু যম মৃতের আত্মাকে তার বিচারকক্ষে নিয়ে যান
বলেন আমাদের অবশ্যই ভুলে যেতে হবে ইহকালের স্মৃতি।

তিনি আমাদের প্রাপ্য শাস্তি নির্ধারণ করেন:

রঙহীন ও আনকোরা হয়ে ওঠার আগে
বিশ, চল্লিশ, অথবা একশ বছর কান্নাকাটি
করতে হবে আমাদের।

দাদীমা তার গোসল শেষ করেন
ইতোমধ্যে মেয়েরা চুপ হয়ে গেছে।
একটি লোক কাঁচি বিক্রি করছে।

আমি তোয়ালে দিয়ে তার মাথা মুছে দিই।
প্রথমে তার ঘুঘু-ধূসর ও সাদা চুলগুলি,
তার ঘাড়, তার কাঁধ এবং তার বাদামি
ডায়াবেটিক প্যাচ। তার মেরুদণ্ডের
কমলা-হলুদ বক্ররেখা এবং, তার গোড়ায়
একটি বিবর্ণ বেগুনি তিল আমি মুছে দিই ।

মোছার জন্য তিনি আমার দিকে
একে একে স্তন দু’টি তুলে ধরেন।
স্তন দু’টি বছরের পর বছর ধরে
তার পাকস্থলীর ওপর ঘষা খাচ্ছিল।
তার চামড়া রাইস-পেপারের চেয়েও পাতলা।

স্তন দু’টির নীল শিরাগুলি বাইরে থেকে
এতটাই স্পষ্ট যে, এগুলিকে ভুলে যাওয়ার জন্য
একশ বছর যথেষ্ট নয়।

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম: অক্টোবর, ১৯৮৩ ইং, নীলফামারি। বর্তমান নিবাস: নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেছেন রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ব্যাংকার হিসেবে কর্মরত। প্রকাশিত কবিতার বই: কাঠঠোকরার ঘরদোর (২০১৫), ধুপছায়াকাল (২০১৮), গোধূলির প্যানোরামা (২০২০)। সম্পাদনা : ওয়েবম্যাগ নকটার্ন  (যৌথ)।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।