.
আমাকে শান্ত করেনি
বিগত বরষা,
আমাকে শান্ত করেনি
ছন্ন আয়ুষ্কাল।
যেদিকে গিয়েছি দেখি
…………………….কেবল কঙ্কাল।
আমাকে শান্ত করেনি
নিঝুম আকাশ,
আমাকে শান্ত করেনি
আজানশুদ্ধ ভোর।
আমাকে শান্ত করেনি
…………………….অচেনা নাটোর।
২.
তাহলে এবার উঠি?
ঝড়ের বাতাস
এসে গেল বলে…
এই বলে
একদা চৈত্র দুপুরে
পাখিটি চলে গেল
আমরা খাই
প্রতিদিন রাঁধি
আমাদের সংসার
আসলে এক
পাখির সমাধি।
৩.
যেদিন হারালে নথ
আমি দেখলাম
জল থেকে উঠে
স্নানের গরিমা
চলে গেল দূরে
নথের স্মৃতিতে
চলো
দেবতাকে দিয়ে আসি
ভুলে যাওয়া গান —
বিসমিল্লা খান?
৪.
শান্তি কি পাব না আর ?
তাহলে কেমন করে
সেখানে যাব, যেখানে
একাকী মাঘের বশে
আগুন জ্বালিয়ে রাখে
…………………….ডোমের সন্তান?
৫.
কে যেন
চুরি করে নিয়ে যায়
ভোরের মোহর
তাই তো আমি আর
তোমাকে দেখি না, শুধু
চারদিকে
কাদামাখা
খড়ের সংসার…
অশোক দেবের জন্ম ১৯৬৯ সালে, ভারতের ত্রিপুরা রাজ্যে। গত শতকের নয়ের দশক থেকে লিখছেন। প্রকাশিত কবিতাগ্রন্থ পাঁচটি, একটি গল্পগ্রন্থ একটি উপন্যাস। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য ত্রিপুরা সরকার তাঁকে সলিলকৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরস্কারে ভূষিত করেছেন। পেশায় শিক্ষক।