সম্পাদকীয়
না, সেই অর্থে এই আয়োজনের ‘উল্লেখযোগ্য’ হয়ে ওঠার দায় নেই। আমরা আন্তরিক অর্থেই বাংলা চলচ্চিত্রের কীর্তিমান মানুষ সত্যজিৎ রায়ের শততম জকন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে চেয়েছি। তাঁকে নিয়ে লেখাপত্র, তাঁর সাক্ষাৎকার, তাঁর আঁকা ছবি— এসব থেকে তাঁকে আরেকটু কাছ থেকে জানার চেষ্টা এবং তাঁকে বৃহৎ পরিসরে মানুষের কাছে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এর সঙ্গে বাড়তি প্রাপ্তি বাংলাদেশের এই সময়ের ১৬ জন বরেণ্য শিল্পীর সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে আঁকা পোস্টার। সেই পোস্টারগুলোর অনলাইন প্রদর্শনীও থাকছে আমাদের আজকের আয়োজনে। আমার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এটা ভেবে যে, যাঁদের কাছেই আমরা পোস্টার এবং লেখা আহ্বান করেছি, তাঁরা সকলেই নিজেদের তুমুল ব্যস্ততাকে উপেক্ষা করে হলেও আমাদের আনন্দিত করেছেন। আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন। আমরা আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।
কয়েকজন বন্ধু মিলে হুটহাট পরিকল্পনা করা এবং তা বাস্তবায়নে নেমে পড়াতেই আমাদের আনন্দ। সেই আনন্দ যদি আপনাদেরও স্পর্শ করে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক।
সবাইকে ভালোবাসা।
—সম্পাদক, শ্রী
‘শতবর্ষে সত্যজিৎ’ সংখ্যার সূচি
গদ্য/প্রবন্ধ/নিবন্ধ
সত্যজিৎ রায় ও ‘বনলতা সেন’-এর প্রচ্ছদ : বৃষ্টির আশ্চর্য ছায়া
গৌতম মিত্র
**
অপুত্রয়ী : মৃত্যুর মাঝে জীবনের পাঁচালি
বিধান রিবেরু
**
‘পথের পাঁচালী’র পশ্চাৎপট : এক সিসিফাস-কথা
জফির সেতু
**
সত্যজিতের মেঘদূতেরা
মারুফ রসূল
সাক্ষাৎকার
আমার গল্পটল্পতে মানুষের মন একটা বড়ো ভূমিকা গ্রহণ করে : সত্যজিৎ রায়
শ্রুতিলিখন : শাফিনূর শাফিন
**
আর্ট ফিল্ম কাকে বলে আমি নিজে ঠিক জানি না : সত্যজিৎ রায়
শ্রুতিলিখন : আলী রেজা পিয়াল
**
আমি পেশাদার ও অপেশাদার অভিনেতাদের মধ্যে কোনো পার্থক্য করি না : সত্যজিৎ রায়
ভাষান্তর : কুলসুম হেনা
**
আমার সিনেমাজ্ঞানও এই নিখুঁত সিনেমাগুলো দেখে গড়ে উঠেছে : সত্যজিৎ রায়
শ্রুতিলিখন : তন্ময় হাসান
বুক রিভিউ
সত্যজিৎ রায়ের উল্লেখযোগ্য তিনটি বই
মুহাম্মদ শাওয়াব
অনলাইন প্রদর্শনী
শতবর্ষে সত্যজিৎ : ১৬ জন সমকালীন শিল্পীর পোস্টার প্রদর্শনী
…