—সম্পাদক
আনিসুজ্জামান সোহেল
ভিজ্যুয়াল আর্টিস্ট।
.
কাব্য কারিম
স্বাধীনশিল্পী
.
কাজী যুবাইর মাহমুদ
জন্ম ও বেড়ে ওঠা পাহাড় ও অরণ্যের গন্ধেমাখা মাটি চট্টগ্রামে। বর্তমান আবাস, ঢাকা। চিত্রকলা, দর্শন আর সংগীতের ভেতর জীবনকে খুঁজে বেড়ান।
তৌহিন হাসান
জন্ম শরীয়তপুর জেলায়। বাবার সরকারি চাকরিসূত্রে ছোটবেলা থেকে ঘুরে বেড়িয়েছেন দেশের নানা অঞ্চল। চিত্রশিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে। শিল্পের নানা শাখায় পেয়েছেন কাজের স্বীকৃতি।
তৃত তথাগত
জন্ম ১২ই সেপ্টেম্বর, ১৯৯৭। লেখালেখি, আঁকাআঁকি করেন।
.
স্বাধীনশিল্পী
.
দেওয়ান আতিকুর রহমান
জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদীতে। পড়াশোনা ঢাকা চারুকলায় ভাস্কর্য বিভাগে। জীবনকে খুব সহজভাবে দেখতেই ভালোবাসেন।
নিতীশ কুমার বিশ্বাস
জন্ম যশোরে। এস এম সুলতানের কাছে সরাসরি শিক্ষাগ্রহণের সুযোগকে জীবনের বড়ো প্রাপ্তি বলে মনে করেন। বগুড়া আর্ট কলেজ থেকে গ্রাজুয়েশন এবং ইউডা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বিধান সাহা
আঁকাআঁকির বিষয়ে একাডেমিক পড়ালেখা করলেও মূলত কবি। গদ্যকার। সম্প্রতি সম্পাদনায় হাতেখড়ি হয়েছে ‘শ্রী’ ওয়েবসাইটের মাধ্যমে।
রাজীব রাজু
জন্ম যশোরে। পড়াশোনা ছবি আঁকায়।
.
রাজীব দত্ত
রাইটার ও আর্টিস্ট।
.
রিয়াদ মাহমুদ
জন্ম চট্টগ্রামের সন্দীপে; ১৯৮৯ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছবি আঁকার পাশপাশি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত।
শতাব্দী জাহিদ
কবি ও শিল্পী।
.
সব্যসাচী হাজরা
মূলত চিত্রী। তারপর ডিজাইনার। জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৭৮। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ড্রইং অ্যান্ড পেইটিং-এ। জাতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে রয়েছে একাধিক স্বীকৃতি।
সঞ্জয় বিশ্বাস
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক্স ডিজাইনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সৃজনশীল যেকোনো নতুন কিছু করতে ভালো লাগে।
সজীব সেন
জন্ম ১৯৯২ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামে। চারুকলা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।
…