শুক্রবার, নভেম্বর ২২

সুমন মাহমুদের কবিতা : অসীম সঙ্গম

0

১.
সঙ্গমের সুখানুভূতি নিয়ে নিদ্রাপাহাড় কাটছ
তোমাকে আমার বেশ আরাধ্য লাগছে
প্রার্থনাসংগীত ভুলে চৌকো সীমানায় পদার্পণ
তারপর আমরা দুজন অপেরা হাউস।

 

২.
নদী আমাকে খায়
আমিও নদীকে খাই
আমরা দুজনে মিলে
সমুদ্র ঝাঁকাই।

 

৩.
এত দূরে বসে তোমার উত্তাপ পাই
তুমুল উত্তাল মদে মেরে যাও ঘাই।
তোমাকে পান করি শরীরী ভোরে
পৃথিবী জেগে ওঠে আদরে আদরে।

 

৪.
তোমার তিরে বিদ্ধ আমি ভীষণ মেঘে রাত,
কার পাহাড়ে উড়ছে ধোঁয়া পোড়াচ্ছে কার হাত!

দিগ্বিজয়ের মন্ত্রণা কে দিচ্ছে অহর্নিশ
পুড়ে যাবার নিমন্ত্রণে হাত করে নিশপিশ!

 

৫.
তিরতির করে সময় কাঁপছে
আর আমরা বয়ে যাচ্ছি
মাঝেমধ্যে খাচ্ছি ফুটন্ত কই
জীবন এক অসীম সঙ্গম
পতনে সমাপ্তি।

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম কুষ্টিয়ায়। ছড়া ও কবিতা লিখে চলেছেন। বাংলা একাডেমি তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সের ষষ্ঠ ব্যাচে ছিলেন। বর্তমানে প্রথম আলোয় সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত। প্রকাশিত ছড়ার বই: ‘টাপুর টুপুর টুপ’ (২০১৬) ও ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ (২০১৮)।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।