মঙ্গলবার, জানুয়ারি ১৪

শীলা বিশ্বাস-এর পাঁচটি কবিতা

0

নৌকা অভিযান

১.
ভেবে নাও তুমিই জোনাকিরাত
লিখছ নৌকা অভিযান
হাতে সময়ের দাঁড়

আলো চুরি করা রাজহাঁস
সুত্র ভাঙা উপপাদ্যে
জুড়ছে মেঘের সঙ্কেত

২.
দেখো জলজ আশকারায়
মাটির দোআঁশ কথকতা
ঢেউয়ের ঢলঢল কালোয়াতি

শুনছ নিপুণ নদী নহবত
আনত পল্লব পিয়ানোয়
ভাঙছে সুপ্ত বালিবাঁধ

৩.
মেঘের ফানুস মাস্তুল ওড়ায়
মৎসজীবীর মৃদু লণ্ঠন
শাখা নদীর হৃদগহ্বরে

ডুবো মাছের অশরীরী মোহমায়া
অনুভবে পাখনার স্পন্দন
দাঁতে কাটা ছেঁড়া জাল ভাসে

৪.
কামট গন্ধে শৈবাল নেশাতুর
পদ্মের মতো নৌকা ফুটে আছে
উজান বন্দরের খেয়া ঘাটে

নূপুর জলের ছলাৎ ছল
নদীবুকে পাখির স্বাধীনতা
ডানার ব্যঞ্জনায় উপকূল সংহিতা

৫.
তরঙ্গ ওঠে গায়ে গায়ে
চাঁদ নীল নাকি গোলাপি
ভেজা রাতের অলীক অভিযানে

এক অভাবনীয় রাত হয়ে
লিখছ দাঁড়ের খতিয়ান
নখের ছাপে রাতের কারুকৃতি

শেয়ার করুন

লেখক পরিচিতি

কবি জন্ম সাঁতরাগাছি, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারতে। বাস করেন দমদম, কলকাতায় বর্তমানে কেন্দ্রীয় সরকারি দায়িত্বশীল পদে কর্মরতা (আয়কর বিভাগ, কলকাতা) নিয়মিত লেখালেখি করেন বানিজ্যিক, অবানিজ্যিক সাময়িক পত্রপত্রিকা ও বিভিন্ন ই-ম্যাগাজিনে সম্পাদিত পত্রিকা : ‘এবং সইকথা’ (ওয়েবজিন) প্রকাশিত কাব্যগ্রন্থ : হেমিংটনের জন্য, অন্তর্গত স্বর, নেবুলা মেঘের মান্দাসে, নির্বাচিত শূন্য

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।