মঙ্গলবার, জানুয়ারি ২৮

শতবর্ষে সত্যজিৎ : ১৬ জন সমকালীন শিল্পীর পোস্টার প্রদর্শনী

0
সত্যজিৎ রায়। শুধু তো ফিল্মমেকার নন, শিল্পীও। চিত্রশিল্পী। আর বিশেষ করে ডিজাইনার। আমাদের দেশে শিল্পের উঁচু-নীচু ভেদ আছে। যারা পোস্টার-প্রচ্ছদ করেন, মোট কথায় ডিজাইনার, তাদের আর্টকে নীচু শিল্প বলে ভাবা হয়, শিল্পীকেও। সত্যজিৎ এই ভেদটা মানতেন না। মানতেন না বলেই, দু’হাতে করে গেছেন একের পর এক পর কমার্শিয়াল আর্ট; এবং বদলে দিয়েছেন। সিনেমায় যেমন সত্যজিতের আগে আর পরে আলাদা, ডিজাইনেও। কী পোস্টার ডিজাইন, কী প্রচ্ছদ। এমন কি সিনেমার টাইটেল কার্ডও কত সুন্দর করা যায়, সত্যজিৎ করে দেখিয়েছেন। তো, এ বছর সেই শিল্পীর শততম জন্মবার্ষিকী। এ জন্মবার্ষিকীতে আঁকিয়ে সত্যজিৎকে উৎসর্গ করে আয়োজন পোস্টার প্রদর্শনী। এ প্রদর্শনীতে পোস্টার এঁকেছেন বাংলাদেশের ১৬ জন শিল্পী। শ্রী-র নির্ধারিত টেক্সটের সাথে শিল্পীরা তাদের ভাবনা যোগ করেছেন। শিল্পীদের নামের বর্ণক্রম অনুসারে এই প্রদর্শনীতে পোস্টারগুলো সাজানো হয়েছে। এই আয়োজনে সঙ্গে থাকার জন্য শ্রী-র পক্ষ থেকে শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, শ্রী-র ভবিষৎ আয়োজনেও আপনারা সঙ্গে থাকবেন।

—সম্পাদক


Anisujjaman Sohel 2


Anisuzzaman Sohel

আনিসুজ্জামান সোহেল
ভিজ্যুয়াল আর্টিস্ট।
.


poster by kabya karim


Kabya Karim

কাব্য কারিম
স্বাধীনশিল্পী
.


Kazi 1


Kazi_Pro

কাজী যুবাইর মাহমুদ
জন্ম ও বেড়ে ওঠা পাহাড় ও অরণ্যের গন্ধেমাখা মাটি চট্টগ্রামে। বর্তমান আবাস, ঢাকা। চিত্রকলা, দর্শন আর সংগীতের ভেতর জীবনকে খুঁজে বেড়ান।


Satyajit Ray POSTER JPG 2


Touhin Hassan 4

তৌহিন হাসান
জন্ম শরীয়তপুর জেলায়। বাবার সরকারি চাকরিসূত্রে ছোটবেলা থেকে ঘুরে বেড়িয়েছেন দেশের নানা অঞ্চল। চিত্রশিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে। শিল্পের নানা শাখায় পেয়েছেন কাজের স্বীকৃতি।


Satyajit Poster_trrito


Trito Tothagoto

তৃত তথাগত
জন্ম  ১২ই সেপ্টেম্বর, ১৯৯৭।  লেখালেখি, আঁকাআঁকি করেন।
.


rai png


Purni

তামজীদ নওরীন পূর্ণি
স্বাধীনশিল্পী
.

Satyajit-Ray-Poster


Dewan Atiqur Rahman 3

দেওয়ান আতিকুর রহমান
জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদীতে। পড়াশোনা ঢাকা চারুকলায় ভাস্কর্য বিভাগে। জীবনকে খুব সহজভাবে দেখতেই ভালোবাসেন।


Nitish Da png


Nitish Da

নিতীশ কুমার বিশ্বাস
জন্ম যশোরে। এস এম সুলতানের কাছে সরাসরি শিক্ষাগ্রহণের সুযোগকে জীবনের বড়ো প্রাপ্তি বলে মনে করেন। বগুড়া আর্ট কলেজ থেকে গ্রাজুয়েশন এবং ইউডা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।


Bidhan Saha_Poster 1


bidhan

বিধান সাহা
আঁকাআঁকির বিষয়ে একাডেমিক পড়ালেখা করলেও মূলত কবি। গদ্যকার। সম্প্রতি সম্পাদনায় হাতেখড়ি হয়েছে ‘শ্রী’ ওয়েবসাইটের মাধ্যমে।


Satyajit Poster 5


Raju Da

রাজীব রাজু
জন্ম যশোরে। পড়াশোনা ছবি আঁকায়।
.


Razib Datta_Poster


Razib Datta propic

রাজীব দত্ত
রাইটার ও আর্টিস্ট।
.


Riad_Sottojit_Sree


Riad Mahmud

রিয়াদ মাহমুদ
জন্ম চট্টগ্রামের সন্দীপে; ১৯৮৯ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছবি আঁকার পাশপাশি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত।


Shotabdi Jahid


Jahid

শতাব্দী জাহিদ
কবি ও শিল্পী।
.


Poster_Sabyasachi Hazra


Sabya Da

সব্যসাচী হাজরা
মূলত চিত্রী। তারপর ডিজাইনার। জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৭৮। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ড্রইং অ্যান্ড পেইটিং-এ। জাতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে রয়েছে একাধিক স্বীকৃতি।


Sanjoy Da


sanjoy da

সঞ্জয় বিশ্বাস
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক্স ডিজাইনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সৃজনশীল যেকোনো নতুন কিছু করতে ভালো লাগে।


Sattajit Ray_Sajib_Sree


Sajib Sen 2

সজীব সেন
জন্ম ১৯৯২ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামে। চারুকলা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।


 

শেয়ার করুন

লেখক পরিচিতি

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।