মঙ্গলবার, জানুয়ারি ১৪

উৎসব সংখ্যা ২০২৩

0

Motif-01সম্পাদকীয়

অবশেষে উৎসব সংখ্যার কাজ সম্পন্ন করা গেল। ভালো লাগছে এটা ভেবে যে, সকল প্রতিকূলতার পরও, এই গ্রীষ্ম কবলিত দাবদাহকে উপেক্ষা করে, এই আগুন-দহন আর রাষ্ট্রব্যবস্থার চোরাগুপ্তা আক্রমণে আহত এবং তাতে সোস্যাল মিডিয়ার বৈপ্লবিক আকর্ষণ উপেক্ষা করে নিবিষ্ট মনে কাজটা করে যাওয়া গেছে। তারপরও হতো না, যদি না আমাদের বিপদের বন্ধুরা এসে পাশে দাঁড়াত। এ সূত্রে শুরুতেই তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে রাখি। শিল্পী রাজীব দত্ত, শিল্পী রাজীব রাজু, কবি আহমেদ সজীব এবং গল্পকার মোহসীন চৌধুরী জয়। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের এই উৎসব সংখ্যাকে যথাযথভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।

শুরুতে ভেবেছিলাম লেখাই পাব না। কারণ উৎসব সংখ্যার পরিকল্পনাটা করতে আমাদের বেশ লেট হয়ে গিয়েছিল। হাতে একদিন বা দুদিন সময় দিয়ে এক-একজন লেখকের কাছে আমরা লেখা চেয়েছি। তাতে কেউ কেউ বিরক্ত হয়েছেন। কেউ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দ্রুত একটি নতুন লেখা তৈরি করে দিয়েছেন। কেউ হয়তো লেখাটা শেষ মুহূর্তে মন-মতো না হওয়ায় আর দেননি। আপনাদের সকলের কাছে আমার বিনীত কৃতজ্ঞতা। তবে আশার ব্যাপার হলো— উৎসব সংখ্যার বিজ্ঞাপন প্রচার শুরু হওয়ার পরে যেভাবে লেখা আসতে শুরু করল তাতে আনন্দিত হবো নাকি বিস্মিত হবো ঠিক বুঝতে পারছিলাম না। অনেক না-বোঝার ভেতরও এটুকু অন্তত বুঝতে পেরেছি, শ্রী ওয়েবম্যাগাজিনটি দিনকে দিন আপনাদের আস্থা এবং ভালোবাসার জায়গায় পরিনত হয়ে চলেছে।

আমরা যেন এই আস্থাটুকু ধরে রাখতে পারি।

অনেক ভালো ভালো লেখা পেয়েও শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজনটি সম্পন্ন করার তাগিদ থেকে বেশ কিছু লেখা আমরা উৎসব সংখ্যায় রাখতে পারলাম না। আশা করি আমাদের এ দীনতাটুকুকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রাপ্ত লেখাগুলো থেকে লেখকদের সঙ্গে আলোচনার মাধ্যমেই মানসম্পন্ন লেখাগুলো আমাদের নিয়মিত আয়োজনে যাতে রাখতে পারি দ্রুতই সে পদক্ষেপ গ্রহণ করব।

বাংলা নববর্ষ এবং  ঈদ-উল-ফিতর পর পর চলে আসায় একই সময় দুটি আলাদা সংখ্যা না করে একটিই সংখ্যা করার পরিকল্পনা করি আমরা। সেটাকে শুধুই ঈদ সংখ্যা বা বৈশাখ সংখ্যা না বলে তাই আমরা বলছি উৎসব সংখ্যা। আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগল, আমাদের মেইলে তা লিখে পাঠালে ভীষণ আনন্দিত এবং উৎসাহিত হবো।

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আমাদের প্রত্যেকের উৎসবের জন্য নির্ধারিত নিজস্ব তহবিল থেকে যদি তাদের জন্যও সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াতে পারি তাহলে তা হবে মানবজীবনের আরেকটি অনন্য কাজ। আপনাদের সকলের ঈদ আনন্দে কাটুক। প্রতিটি দিন আনন্দে কাটুক। সবাইকে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই।

 


শ্রী-র তিন দিনের উৎসব সংখ্যার সূচি


Motif-01প্রথম দিন (১৮.০৪.২০২৩)


মির্জা গালিব : প্রতিভার অশান্ত স্ফটিক | মোস্তাক শরীফ | প্রবন্ধ
মায়ান সভ্যতার দেশে | দিলারা হাফিজ | ভ্রমণগদ্য
কৌতুক | ধ্রুব এষ | গল্প
বিজ্ঞাপন চুরি হয়ে যাচ্ছে | কবীর রানা | গল্প
আমার আস্তিন গলে বেরিয়ে আসা শালিকেরা | মাসুদার রহমান | গুচ্ছ কবিতা
আন্তর্জাতিক ও অন্যান্য কবিতা | হিন্দোল ভট্টাচার্য | গুচ্ছ কবিতা
সব শব শব | আশরাফ জুয়েল | গল্প
দরিয়ায় পাগলের ধ্বনি | শামীম হোসেন | গদ্য
সম্মোহিত সে পাথর, ঝরনার মতো | নাহিদ ধ্রুব | গল্প
প্রিয়তম, সু | রিমঝিম আহমেদ | দীর্ঘ কবিতা
শিল্পী মাধবী পারেখের সাক্ষাৎকার | অজিত দাশ | অনূদিত সাক্ষাৎকার
কোথাও সন্ধ্যামণির কাছে | অনুপম মণ্ডল | গুচ্ছ কবিতা


Motif-01

দ্বিতীয় দিন (১৯.০৪.২০২৩)


ঊনসাংসারিক বউ | জাহেদ আহমদ | গদ্য
লেখালেখি প্রংসঙ্গে আর্নেস্ট হেমিংওয়ে | আদনান সৈয়দ | প্রবন্ধ
আমাকে আঁকো উঁকিমারা ক্যানভাসে | শিবলী মোকতাদির | গুচ্ছ কবিতা
বাসাংসি জীর্ণানি | তমাল রায় | গল্প
যোগাযোগহীনতার ভাষা | অমিত রেজা চৌধুরী | দীর্ঘ কবিতা
জেব্রা-দেবতা ও অন্যান্য কবিতা | পার্থজিৎ চন্দ | গুচ্ছ কবিতা
একটি প্রেমের কবিতার মতো | মুহম্মদ ইমদাদ | গুচ্ছ কবিতা
নজরুলের গানে গল্প, পুরাণে নতুন সুর | আব্দুল্লাহ আল মুক্তাদির | প্রবন্ধ
ভোকাট্টা | আল ইমরান সিদ্দিকী | গল্প
জঁ-মিশেল মোলপোয়ার দশটি কবিতা | গৌরাঙ্গ মোহান্ত | অনুবাদ কবিতা
ইঁদারার আত্মকথা | হাবিবুল্লাহ ফাহাদ | গল্প
ওরহান পামুকের গদ্য : সহজাত লেখক | আলী রেজা পিয়াল | অনুবাদ

 


Motif-01

তৃতীয় দিন (২০.০৪.২০২৩)


অপরগুচ্ছ | গৌতম চৌধুরী | গুচ্ছ কবিতা
জার্নি অব কাঁটা | টোকন ঠাকুর | গদ্য
ধূলি-ওড়া সন্ধার দিকে | আবু হেনা মোস্তফা এনাম | গল্প
জাকারিয়ার নতুন আম্মা | কৃষ্ণ জলেশ্বর | গল্প
বব মার্লের সাক্ষাৎকার | রাস্তায় ভবিষ্যৎ | ভাষান্তর : উপল বড়ুয়া
প্রতিক্রিয়াশীল সন্দর্ভগুচ্ছ | মণিশংকর বিশ্বাস | গুচ্ছ কবিতা
প্রত্নসময় ও অন্যান্য কবিতা | শাহেদ কায়েস | গুচ্ছ কবিতা
তরু, মা ডাকছে আয় | হাসনাত শোয়েব | গল্প
সিন্ডারেলা একটি বিকেলের নাম | রুমা মোদক | গল্প
গি দ্য মোপাসাঁর গল্প : উন্মাদের দিনলিপি | ভাষান্তর : মাইনুল ইসলাম মানিক | অনুবাদ
বেটারি গলি ও মরীচিকা মাঠের অনন্য যাত্রা | দিপংকর মারডুক | গুচ্ছ কবিতা
জলবন্দি মুখের বিভা | শৈবাল নূর | গদ্য

 

শেয়ার করুন

লেখক পরিচিতি

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।