Author বেবী সাউ
বেবী সাউ
কবি ও প্রাবন্ধিক। স্নাতকোত্তর, গবেষণারত। সাতটি কবিতার বই, দুটি প্রবন্ধের ও একটি অনুবাদের বই প্রকাশিত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বাংলার লুপ্তপ্রায় এক লোকসংগীত কাঁদনাগীত : সংগ্রহ ও ইতিবৃত্ত-এর জন্য পেয়েছেন ২০২০ সালের ‘পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’ পুরস্কার ‘কৃত্তিবাস মাসিক পুরস্কার ২০১৯' পুরস্কার। তাঁর কবিতার বইগুলোও বিভিন্ন পুরস্কার পেয়েছে। যেমন : রাঢ় বাংলা রোদ্দুর সম্মান, বইতরণী পুরস্কার, শব্দপথ যুব সম্মান এবং এখন শান্তিনিকেতন পদ্য সম্মান। গবেষণা ছাড়া অনুবাদের কাজেও অর্জন করেছেন দক্ষতা।