Author মোস্তাক আহমাদ দীন

নব্বইয়ের দশকের শুরু থেকেই কবিতা লেখার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ লিখছেন মোস্তাক আহমাদ দীন। ইতিহাসের প্রতি আগ্রহবশত অনুবাদ করেছেন সিলেটের ইতিহাসের প্রাচীনতম গ্রন্থতারিখে জালালি। সম্পাদনা করেছেন ফকিরি তত্ত্বের আদিগ্রন্থ ফকির বিলাশসহ এ-অঞ্চলের বাউল-ফকিরদের গান এবং ১৯১৬ সালে প্রকাশিত জনজাতিবিষয়ক গ্রন্থ বাঙ্গালা ও বাঙ্গালার বাহিরে যে সকল দুর্ব্বৃত্ত জাতি চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক। সম্পাদনা করেন সমালোচনাকাগজ মুনাজেরা। ভিখিরিও রাজস্থানে যায় কাব্যগ্রন্থের জন্য এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কারসহ কবিতার জন্য পেয়েছেন আরও একাধিক সাহিত্যপুরস্কার; লোকসংস্কৃতিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিল্পকলা একাডেমি পদক। তাঁর মৌলিক, অনূদিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা সর্বমোট ২৭টি। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর মোস্তাক আহমাদ দীন ভারতের কেন্দ্রীয় আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ২০০৯ সালে। পেশাগত জীবনে একজন শিক্ষক, বর্তমানে লিডিং ইউনিভার্সিটির বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন।