Author সাইদুল ইসলাম
জন্ম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উত্তর সাহাপুর গ্রামে ১৮ আগস্ট ১৯৭৮ সালে। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এছাড়াও পপুলেশন, রিপ্রোডাকটিভ হেলথ, জেন্ডার অ্যান্ড ডেভালপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর করেছেন। সম্পাদনা করেছেন ছোটোকাগজ ‘ফলক’ এবং ‘চর্যাপদ’। প্রধানত কবিতাচর্চা করলেও ছোটোগল্প এবং প্রবন্ধও লিখেছেন। বিমূর্ত ধারার ছবি আঁকার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি রয়েছে বিশেষ ঝোঁক। এছাড়াও লিখেছেন বেশ কিছু চিত্রনাট্য, মঞ্চনাটক ও গান। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো: ‘গ্লাসের শেষবিন্দু জল’, ‘রাতের বাসগুলো’, ‘বিড়ালের সঙ্গে’, ‘আহত চড়ুই’, ‘অনন্তর জেগে থাকে দীঘল পিপাসা’। অনুবাদগ্রন্থ: আরবি ভাষার কবি ফুয়াদ রিফকার নির্বাচিত কবিতা: ‘বেদনার্ত গাঢ়পাতাগুলো’, নতুন আরবের কণ্ঠস্বর: ‘কাসিম হাদ্দাদের নির্বাচিত কবিতা’ এবং নোবেল বিজয়ী কবি ‘টমাস ট্রান্সট্রোমারের নির্বাচিত কবিতা’।