Author সোমেশ্বর অলি
সোমেশ্বর অলি
নেত্রকোনা জেলার দুর্গাপুরের বালিচান্দা গ্রামে জন্ম। ছেলেবেলায় লেখালেখির হাতেখড়ি। জাতীয় পর্যায়ের পত্রিকায় প্রথম লেখা অনুগল্প; বের হয় ২০০২ সালে। অলি একটা সময় পর্যন্ত নিয়মিত লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ছোটোকাগজে। দশক বিচারে সতীর্থ লেখকদের অনেকেই শূন্যের ঘরে, তবে নানাবিধ কারণে অলির প্রথম কবিতার বই 'কিছুটা উপর থেকে মানুষ দেখতে ভালো লাগে' (গ্রন্থমেলা ২০২৩) প্রকাশে সময় লাগল দীর্ঘ বছর। এর মধ্যে গীতিকার হিসেবে এসেছে পরিচিতি, ব্যস্ততা ও সম্মাননা। গানের পাশাপাশি লিখছেন নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্য। যায়যায়দিন ও সমকাল পত্রিকা এবং বাংলানিউজ টুয়েন্টিফোর ও দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ওয়েব পোর্টালে (২০০৭-২০১৭) দশ বছর চাকরি করার পর সাংবাদিকতায় ইস্তফা। বর্তমানে কর্মরত ইবিএস গ্রুপ-এ।