Author শুভাশিস সিনহা
জন্ম ১৯৭৮ খ্রিস্টাব্দের ২৯ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রতিষ্ঠা করেছেন মণিপুরি থিয়েটার। মূলত কবি হলেও নানান লেখায় সক্রিয়। কবিতা-নাটক-কথাসাহিত্য-অনুবাদ-গবেষণা সব মিলিয়ে কুড়িটির অধিক গ্রন্থ প্রকাশিত। প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘ডেকেছিলাম জল’, ‘বেলা দ্বিপ্রহর’, ‘অক্ষর নতুন করে চিনি’, ‘হওয়া না-হওয়ার গান’, ‘দ্বিমনদিশা’, ‘চিহ্নহীন দিনের ডায়েরি’, ‘বর্ণালী তোমার সাথে’। স্বীকৃতি : ২০১১ সালে ‘হওয়ার না-হওয়ার গান’ কাব্যগন্থের জন্য ‘এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার’ এবং ২০১২ সালে ‘কুলিমানুর ঘুম’ উপন্যাসের জন্য ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ (হুমায়ূন আহমেদ পুরস্কার)। বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যে অবদানের জন্য ২০০৫ সালে ভারতের আসাম থেকে ‘দিলীপ সিংহ স্মৃতি সাহিত্য পুরস্কার’। নাট্যশিল্পে ঢাকার থিয়েটার প্রবর্তিত জাকারিয়া স্মৃতি পদক, নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মাননা, পৌরি প্রবর্তিত গীতিস্বামী এ্যাওয়ার্ড সহ নানান সম্মাননা।