Author জুয়েইরিযাহ মউ

লেখালেখির অঙ্গনে কবি ও কথাসাহিত্যিক হিসেবে জুয়েইরিযাহ মউ নিয়মিতভাবেই লিখে যাচ্ছেন। তার প্রকাশিত শিশুতোষ রহস্য উপন্যাস ‘টিলাগড়ের রহস্য’ এবং গল্পগ্রন্থ ‘সোনাপুরের মিলা’। আরেকটি গল্পগ্রন্থ ‘অস্তিত্বে কুহেলিকা কিংবা টুকরো টুকরো প্রাণের কথকতা’ প্রকাশিত হয় ফেব্রুয়ারি, ২০০৯ সালে। তার সর্বশেষ গ্রন্থটি কাব্যগ্রন্থ, শিরোনাম ‘তাসেরা বুকমার্ক’ যা ২০১৬ এর বইমেলায় প্রকাশিত হয়। তিনি সার্ক লিটারেচার ফেস্টিভ্যালে ২০১৮ এবং ২০২২ সালে অংশগ্রহণ করেছেন।