রবিবার, নভেম্বর ২৪

ইল্যুশনের মায়েরে বাপ : পিয়াস মজিদ

0

কায়কারবার


রাতজাগা চোখ

ওং কার ওয়াই আর মাজিদ মাজেদি

চোখেরা দিনব্যাপী দৃশ্যের গোলাম

ধোঁয়াওঠা গরম ভাত

স্বপ্নও অধিকৃত, সব ০২ নম্বর মাল

ইল্যুশনের মায়েরে বাপ

বাংলা কবিতার এতিম পোলাপান!


হোক


আমকাঁঠালের আবদার পাকা পাকা, ঝরা ঝরা
ফ্রয়েড মামা শুধু না হয় বুঢ্ঢা
একমুখী সূর্যের দিনে, চাঁদনি রাতের সর্বনাশে
প্রেম না, মৃত মমতার মাগফেরাত হোক।


রিফাইন্ড


হাইপের তলায় ০১টা শান্ত শুক্রবার নিয়ে
ভূতের শ্যালিকার বিবাহ-জলসায়
কেজি কেজি লবণাক্ত জিলাপির ভোক্তা
হারামি মহানগরে খোঁজ করে
অতিকায় লালসার ডাউনটাউন


২৯শে শ্রাবণ


যারা চলে গেছে;
যেমন তুমি আর রাত
তাদের স্মরণে
এই ভোর ভিজে আছে


পিচ্ছিল


এই ০১টা বর্ষা চলে যেতে যেতে

মাটিতে পড়ে যাওয়া দিল কা ধারকান কাদায় চুষেছে
হাওয়ার ইন্ধনে কতটা তুমি সেন্টি খেয়ে
বিনা উস্কানিতে আকাশের নীল ঘাস মাড়িয়ে যেয়ে
অনন্ত আদাবর পার হতে হতে
ক্ষণে ক্ষণে ঝেঁপে যে নামল আমার ওপরে
বৃষ্টির সাথে তার শত্রুতা ছিল
এ হেন দেবতার সিজনে কেমন কেমন করে
মানুষেরই তো নাছোড় মন-স্তন-ধনে!
আংলা-বাংলা কবিতায় সুরের ছেনালির শেষ নাই বলে
মেঘলা-গাদলা ঠোঁট ০১টা আস্ত বর্ষা শেষে
এখনও এতটা অব্যবহৃত চুমুর শুকনা কারখানা!

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম ২১ ডিসেম্বর, ১৯৮৪ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর, বাংলা একাডেমিতে কর্মরত। কবিতার বই আছে বেশ কিছু। লেখালেখির সূত্রে পেয়েছেন কয়েকটি পুরস্কার ও সম্মাননা, ঘুরেছেন বিশ্বের বেশ কিছু দেশ। piasmajid@yahoo.com

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।