তুমি যারে জানো
আমারে কতটুকু জানো তুমি? জানো না। নাইবা জানলে। তুমি যারে জানো, তার হও, তার হয়ে থাকো। পদ্মের মূলে হয় না যেতে, না দেখে পাপড়িরে, না দেখে সবুজ পাতা তার। তোমার দেখার চোখ, তোমার জানার ধরন— রচে দেয় সমস্ত তফাৎ। বলতেই পারো তুমি, দেখেছি তো পাপড়ি, পাতাও কতই! বলো তো কত আছে প্রতি পাপড়িতে রেখা? সবুজ পাতার ধারে খাঁজ? জানো? জানো না তুমি। নাইবা জানলে। তুমি যারে জানো, তার হও, তার হয়ে থাকো।
জন্মের ভুল
ঝুলে আছি তমসার ডাল ধরে লাল চোখ মেলে
সুতো ছেঁড়া পুঁতি যেন ছড়ানো এখানে-সেখানে।
জন্মের মিহি দোষে ক্লান্ত করুণ এ ভালে
ভালোবাসা জুটলো না,
লাগল না হাওয়া আর পালে।
কেবলই ঘূর্ণিপাকে, বিপাকে পড়ে যায় ফুল
আর কিছু নয়, সখা, জন্মই জন্মের ভুল।
তোমাদের জন্য সমবেদনা
হে আকাশ,
দুঃখ তোমার জন্য
হে অপরাজিতার পাপড়িরা,
তোমাদের জন্য সমবেদনা।
হে আমার না লেখা বাক্যসকল,
তোমরা হয়তো আরও সুন্দর হতে,
আমার কলম থেমে গেল বলে
তোমরা আর জন্মালে না
আমার কল্পিত কন্যার মতোই।
তাই তোমাদের জন্যেও কিছুটা
আফসোস বরাদ্দ রইলো।
ভালোবাসা ফিনিক্স পাখি নয়,
স্বপ্নেরা পাখা মেলতে না পারলে
সকল কিছুরই মৃত্যু হয়,
তাই, হে আমার থামিয়ে দেয়া স্বপ্নেরা,
কিছুটা সমব্যথী আমি তোমাদেরও।
দুঃস্বপনের ফেরে
রাত্তির যদি গান গেয়ে ওঠে সুরে
তন্ময় হয়ে শোনে সব নিশাচর
রং ধরে যদি অন্ধকারের ডালে
নিচু হয়ে আসে অবারিত অম্বর?
তারাগুলো যদি আমার অসুখে এসে
নিঃশ্বাস ফেলে আমার ঘরের দাওয়ায়
হঠাৎ তুমি বলতে আসলে খবর—
চাঁদটা নাকি মিলিয়ে গিয়েছে হাওয়ায়!
উঠতাম যদি সমস্বরেই হেসে
আজগুবি সব গল্প বানিয়ে এমন?
জানলার গ্রিলে লটকে দিতাম সুখ
কিন্তু তোমার সময় কোথায় তেমন…
রাত্তির যদি কেঁদে ওঠে খুব ভোরে
ঘুম ভেঙে যায় দুঃস্বপনের ফেরে
বজ্রের ঝড়ে ভেঙে যায় যদি দোর,
ভয়ের দাপটে আমার আকাশ চেরে।
একলা মানুষ
একলা মানুষ নদীর মতোই সচল
একলা মানুষ গাছের মতোন স্থির
একলা মানুষ হাজার কথা বলেও
মনের ভেতর অনন্য গম্ভীর৷
একলা জীবন ডালপালা দেয় মেলে
হয়তো হঠাৎ, হঠাৎ হারায় দিক,
চাওয়ার মতোন না চায় যদি কেউ
কষ্ট হলেও একলা থাকাই ঠিক।
চাওয়ার মতোন যে তোমারে চায়
যেথায়ই থাকুক, আসবে সময় হলেই
নির্ভাবনায় তখন দিও ডুব
এখন থাকো নিজের মতো করেই।
মূলত গল্প এবং কবিতা লেখেন। লেখার পাশাপাশি ছবি আঁকেন শখের বশে। জন্ম ৮ নভেম্বর ১৯৮৮, নোয়াখালী জেলায়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনটেন্ট ও কনসেপ্ট ডেভেলপার হিসেবে কর্মরত আছেন।