শনিবার, নভেম্বর ২৩

নিশান্তের গান : শুভাশিস সিনহা

0

Eid Motif

 

 

 

.

.

তুমি যদি ডুবে থাকতে ঘুমে
আমি তবে আগুন হতাম
কিংবা ছাই,
আকাশ পুড়িয়ে ক্লান্ত তারাদল খসে পড়ে
নি-ফল শয্যায়

কে বল্কল দেবে
আপন আস্তিন খুলে
রাহুর আঙুলে চিরে নিলে ভাগ্যলেখা
রক্তপিশাচিনী নিয়তি-মাধুরী
পান করে আয়ু

যদি শুয়ে থাকো
মৌন, হাড়ের ভেতরে রক্তে
হিমস্রোত নিরন্তর

কোথায় ঘটেছে জাগরণ
এই নিদ্রাপুরে
চোখের পাপড়ির সাথে ঝরে অ-পুষ্প বাসনা

আগলে রাখিও বলে
ভোর এসে নিয়ে যাবে একটা জীবন

তাকিও না
অন্ধকারিনী হে
চুয়ে পড়ে শোণিত-অমিয়
ফেটে চিবুক চোয়াল
হাসি ঝনৎকার ভাসালো কি নিশিনটপালা

নখে নখে খুঁড়ে নিও
ত্বকের বাকল
কোথায় হৃদয়
মিথ্যা স্পন্দনের ভার বয়ে বয়ে

যদি শুয়ে থাকো
অনন্ত বিরহনিশিপুষ্পশিথানে অনঙ্গ হে পিয়াসি
দেয়ালি জ্বলেছে আকাশগঙ্গায়
ডুবে চলে কাল কালান্তর

যদি
জড়াও দীঘল শ্বাস বস্ত্রাঁচলে
শব্দ ধ্বনি বাক্যরাশি

যদি
তাকিয়েছো
তাকাও নি
পলকে বিভ্রমে ঘোরে দৃশ্যের রশ্মিতে
পেচিয়ে পেচিয়ে মারো দিকদিশা-আসন্ন-উষার
দেহ

শুয়ে থাকো
যদি পাশে
না-ই থাকো
যদি
জঠরের মুখে বন্দি হে উন্মুখ
আত্মজা অগ্নির…

 

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম ১৯৭৮ খ্রিস্টাব্দের ২৯ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রতিষ্ঠা করেছেন মণিপুরি থিয়েটার। মূলত কবি হলেও নানান লেখায় সক্রিয়। কবিতা-নাটক-কথাসাহিত্য-অনুবাদ-গবেষণা সব মিলিয়ে কুড়িটির অধিক গ্রন্থ প্রকাশিত। প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘ডেকেছিলাম জল’, ‘বেলা দ্বিপ্রহর’, ‘অক্ষর নতুন করে চিনি’, ‘হওয়া না-হওয়ার গান’, ‘দ্বিমনদিশা’, ‘চিহ্নহীন দিনের ডায়েরি’, ‘বর্ণালী তোমার সাথে’। স্বীকৃতি : ২০১১ সালে ‘হওয়ার না-হওয়ার গান’ কাব্যগন্থের জন্য ‘এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার’ এবং ২০১২ সালে ‘কুলিমানুর ঘুম’ উপন্যাসের জন্য ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ (হুমায়ূন আহমেদ পুরস্কার)। বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যে অবদানের জন্য ২০০৫ সালে ভারতের আসাম থেকে ‘দিলীপ সিংহ স্মৃতি সাহিত্য পুরস্কার’। নাট্যশিল্পে ঢাকার থিয়েটার প্রবর্তিত জাকারিয়া স্মৃতি পদক, নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মাননা, পৌরি প্রবর্তিত গীতিস্বামী এ্যাওয়ার্ড সহ নানান সম্মাননা।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।